নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২০
পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেছেন, জুলাই -আগস্ট পুলিশকে ব্যবহার করা হয়েছিল, আমরা আর ব্যবহার হব না। যদি কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্যায়ের সুপারিশ করে আমরা শুনতে রাজি নই। জুলাই- আগস্টের পুলিশ আর বর্তমানের পুলিশের আচরণ এক নয়। আপনারা পুলিশকে সঠিক ও স্বাধীনভাবে কাজ করতে দিন।
শুক্রবার নেছারাবাদের পাটিকেলবাড়ী দরগাহ্ শরীফ পুলিশ ফাঁড়ির বালুর মাঠে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা আপনাদের সন্তানদের মাদক থেকে বিরত রাখবেন। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।
তিনি আরো বলেন, কোনো পুলিশ যদি সাধারণ জনগণকে অযথা হয়রানি ও ব্ল্যাকমেইল করে স্বার্থ হাসিলের চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন পুলিশ জনগণের বন্ধু।
এ সময়ে পুলিশ সুপার আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিয়ে ও ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। এটির সমাধান এক দিনেই করা সম্ভব নয়। পর্যায়ক্রমে এর সমাধান হয়ে থাকে। বর্তমানে এই সামাজিক সমস্যাগুলো আপনাদের সহযোগিতায় অনেকাংশে কমে গেছে। সুদূর ভবিষ্যতে আপনারা পাশে থাকলে সমূলে এই সমস্যা সমাধান করা সম্ভব।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিনের সভাপতিত্বে এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মো. শেখ মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল সাবিহা মেহেবুবা, স্থানীয় মো. নাসির উদ্দিন ফকির, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামের আমীর মো. আবুল কালাম আজাদ প্রমুখ।