সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

জুলাই-আগস্ট ডকুমেন্টারি ইন্ডিয়ান মিডিয়ার চপেটাঘাত: শফিকুল আলম

রিপোটারের নাম / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৯
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৫

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেন, ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াগুলা মিথ্যা তথ্য প্রচার করছে। জুলাই-আগস্ট আন্দোলনের ডকুমেন্টারিগুলা ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপেটাঘাত।

সোমবার ভার্চুয়াল ক্লাসরুমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমি মনে করি এই ডকোমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপেটাঘাত। সিকিউরিটি ও ইন্টেলিজেন্স ফোর্স দিয়ে হাসিনা সরকার আমাদের অধিকার হরণ করেছে। এই আন্দোলনে আমাদের সকলের ভূমিকা আছে। হিউম্যান রাইটসের একজন বলেছেন, ঢাকার বাইরে কীসের আন্দোলন হয়েছে? এই ডকোমেন্টারিগুলো তার প্রমাণ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডকুমেন্টারিগুলোতে দেখতে পাচ্ছেন প্রচুর মেয়ে আছে ‌।

আমি ইসলামিক ইউনিভার্সিটির ডকোমেন্টারিগুলোতে দেখলাম, প্রচুর মেয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনের খুব বড় একটা জিনিস ছিল যে , মেয়েরা সব জায়গায় সামনে এগিয়ে আসছে। তারা কিন্তু বুলেটকে সামনে থেকে নিয়ে নিচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিসহ সব জায়গায় তারা আন্দোলনের অগ্রভাগে ছিল। এক অভূতপূর্ব আন্দোলন। আপনারা যদি ৯০ দশকের আন্দোলনের দিকে তাকান, দেখবেন সেখানে মেয়েরা খুবই কম। হাতেগোনা ১০, ১৫ কিংবা সর্বোচ্চ ১০০ জন।

আমরা এখন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। অনেক মতের লোক এসে তাদের মত চাপিয়ে দিতে চাচ্ছেন। অনেক মাইনোরিটি ইনসিকিউর ফিল করছে। এই স্টোরিগুলাও আসা উচিত। একদিকে যেমন আগের সরকার সকল রকমের সিকিউরিটি ও ইন্টেলিজেন্স ফোর্স কাজে লাগিয়ে আমাদের অধিকার হরণ করেছে। আবার কিছু কিছু দেশে আছে যে, মেজরিটি দিয়ে মাইনোরিটির অধিকার হরণের চেষ্টা করে। এই বিষয়টা নিয়ে আমাদের লেখা উচিত।

তিনি আরো বলেন, ক্যাম্পাস জার্নালিজম থেকে আমাদের দেশে অনেক ভাল ভাল জার্নালিস্ট তৈরী হচ্ছে। অনেকে মনে করে যে ক্যাম্পাস জার্নালিজমে বেতন কিংবা টাকা নেই। তবে ক্যাম্পাস জার্নালজমের মূল বিষয়টা হচ্ছে স্টরি টেলিংটা শেখা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কুবিসাস এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. হায়দার আলী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাঈদ হাসানের সঞ্চালনায় সভাপতি জুবায়ের আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মাসুদা কামাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ সোলাইমান, নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ