বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:২২ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত আরও ৬ জন থাইল্যান্ড গেলেন

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৩১

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসায় থাইল্যান্ডে পাঠানো হয়েছে। দেশটির ভেজ থানি হাসপাতালে তাদের চিকিৎসা চলবে। আহতরা পায়ে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ। এতোদিন দেশের বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

সোমবার বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে তাদের ব্যাংককে পাঠানো হয়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।

ব্যাংককে পাঠানো আহতরা হলেন, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

এ সময় বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক অধ্যাপক ডা. মো. আবু জাফর ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ