কক্সবাজারের টেকনাফে জেলের বেশে ইয়াবা পাচারের সময় এক যুবককে আটক করেছে বিজিবি। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ২ বিজিবির অধিনায়ক লে.দ কর্নেল মো. আশিকুর রহমান।
আটক মো. নূর মোস্তফা উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাছরপাড়া এলাকার মো. নূর কবিরের ছেলে।
বিজিবি কর্মকর্তা আশিকুর রহমান বলেন, শনিবার রাতে মিয়ানমার থেকে মাদকের বড় চালান আসছে; এমন সংবাদে টহল জোরদার করেন বিজিবি সদস্যরা। এ সময় জেলের ছদ্মবেশে নৌকায় অপেক্ষা করতে থাকেন মোস্তফা। পরে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কারেন্ট জালসহ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।