ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ ও ব্যাপক ধর্মীয় উদ্দীপনায় শুক্রবার বাদ ফজর দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তারের গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন । তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুফতি আজিম উদ্দিন।
অনুকূল আবহাওয়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় ইজতেমায় আগত মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বিদের বয়ান শুনছেন এবং ইবাদত বন্দেগিতে মশগুল রয়েছেন।
ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেয়া মুসল্লি দিদার তরফদার (৫৫) মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় ময়দানের ৪১নং খিত্তায় তিনি শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত দিদার তরফদার খুলনা জেলা সদরের লবণচরা থানার বাঙ্গালগলি গ্রামের মৃত তৈয়ব আলী তরফদারের ছেলে। ময়দানে নামাজে জানাজা শেষে লাশ গ্রামের বাড়ি পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা সাদ কান্ধলবির অনুসারী ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।
প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।