প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২৯
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এ বছরের ডিসেম্বর মাস ধরে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সীমিত পর্যায়ে স্থানীয় ভোট হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব পড়বে না।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে বেলা ১১টায় কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন ইউএনডিপির প্রতিনিধিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতরা।