সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আটক

রিপোটারের নাম / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১২

পাবনার ভাঙ্গুড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মন্ডতোষ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসার আলীকে আটক করেছে ডিবি পুলিশের একটি দল। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা মন্ডতোষ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া আফসার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের অসদাচরণ করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আফসার ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে বর্তমান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করে আসছিলেন।

পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির দৈনিক আমার দেশকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ