সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

ঢাকায় জাতিসংঘ মহাসচিব

রিপোটারের নাম / ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৭: ২৭
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭: ৪৫

এক দশকের মধ্যে দ্বিতীয়বারের মতো চার দিনের সফরে বাংলাদেশ এসেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিবকে বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।

এ সফর নিয়ে বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তারা জানান, শুক্রবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাতিসংঘ মহাসচিব। সাক্ষাৎ শেষে তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, তার সঙ্গে একই প্লেনে যাবেন প্রধান উপদেষ্টা। কক্সবাজারে প্রধান উপদেষ্টার আলাদা কিছু কর্মসূচি আছে।

জাতিসংঘ মহাসচিব কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। যেখানে তিনি একটি ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের নিয়ে একটি ক্যাম্পেইন এবং রোহিঙ্গাদের পুষ্টি ও সহায়তার বিষয় নিয়ে একটি প্রেজেন্টেশন শুনবেন। এরপর রোহিঙ্গা কালচারাল সেন্টারে গিয়ে সাংস্কৃতিক পরিবেশনা দেখবেন। এছাড়া তিনি কক্সবাজারের একটি লার্নিং সেন্টার পরিদর্শন করবেন। এই অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টার সৌজন্যে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব।

অন্যদিকে, প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরের একটি প্রকল্প উদ্বোধন করবেন এবং একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পাশাপাশি একটি মডেল মসজিদেরও উদ্বোধন করবেন তিনি। এই আনুষ্ঠানিকতা শেষে প্রধান উপদেষ্টা ইফতারে যোগ দেবেন। সেদিনই কক্সবাজার থেকে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব।

পরদিন শনিবার মহাসচিব কর্মব্যস্ত দিন কাটাবেন। ঢাকায় জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করবেন। দুপুরে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবেন, এরপর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। শনিবার তিনি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। সংবাদ সম্মেলনের পর প্রধান উপদেষ্টা তার সম্মানে ইফতার ও ডিনার আয়োজন করেছেন, সেখানে যোগদান করবেন। পরদিন তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন।

জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিশ্বনেতাদের নজর কাড়তে সহায়তা করবে বলে আশা করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই সফর রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং অগ্রগতির পথ উন্মুক্ত করবে উল্লেখ করে প্রেস সচিব বলেন বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের সফরের মাধ্যমে এই মানবিক সহায়তাগুলো জোগাড় করার ওপর একটি ভূমিকা রাখবে। তাদের পুষ্টি সহায়তা খুবই জরুরি। আমরা চাই রোহিঙ্গাদের পুষ্টির চাহিদা যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না হয়। সেজন্য আন্তর্জাতিক সহায়তার প্রয়োজন হয়, প্রতিমাসে প্রায় ১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য দরকার হয়। আমরা আশা করছি জাতিসংঘ মহাসচিবের এই সফর এখানে বিশ্বের নজর ফিরিয়ে আনবে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে সেটা যেন বন্ধ না হয়, তাতে যেন কোনও প্রভাব না পড়ে।

শফিকুল আলম জানান, সেপ্টেম্বরে রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, ফিনল্যান্ড ও মালয়েশিয়া এতে কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। আমরা আশা করছি, এই সম্মেলনের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ