বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

ঢাকার পথে প্রধান উপদেষ্টা

রিপোটারের নাম / ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩৮

সংযুক্ত আরব আমিরাতে দুদিনের সফর শেষে বাংলাদেশের পথে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহৌল আল ফালাসি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের পর এমিরেটসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা। শীর্ষ সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভিসা সীমাবদ্ধতা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, আমিরাতের ব্যবসায়িকদের বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের পরিকল্পনা এবং খেলাধুলা ও শিক্ষা সম্পর্ক আরও গভীর করাসহ পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হয়।

আলাপকালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের ভিসার বিধিনিষেধ তুলে নেয়া এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের আহ্বান জানান ড. ইউনূস। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেউদির প্রস্তাবের পর ব্যবসার জন্য একটি একচেটিয়া শিল্প পার্ক স্থাপনে নীতিগতভাবে সম্মত হন প্রধান উপদেষ্টা।

আগামী মাসে বাংলাদেশে একটি সিনিয়র বাণিজ্য ও তদন্ত প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে চান বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী বিন আহমেদ আল জেউদির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ