বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪টি এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে সোমবার অভিযান পরিচালনা করে।
বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
বন অধিদপ্তর: ঢাকা এবং চট্টগ্রাম বন সংরক্ষক অঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, বরাদ্দকৃত অর্থ আত্মসাত, বদলি-পদোন্নতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এবং প্রাথমিক সত্যতা পায়।
কুমিল্লা:
কুমিল্লা সিটি কর্পোরেশনে রোড সুইপার ট্রাক ক্রয়ে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিটি কর্পোরেশনের একটি ট্রাক সরেজমিনে পরিদর্শন করে নথিপত্র সংগ্রহ করে।
এ ছাড়াও নানাবিধ অভিযোগের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীন নগর শিশু উদ্যান সরেজমিনে পরিদর্শনকালে উদ্যানে অবস্থিত বিভিন্ন রাইড সংক্রান্ত চুক্তি এবং বিল পরিশোধে বিভিন্ন অনিয়ম পায় দুদক পরিলক্ষিত হয়।
বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
এ সময় দুদক সেবাগ্রহীতাদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে।