সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ঢাকাসহ তিন জেলায় দুদকের অভিযান

রিপোটারের নাম / ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ১২

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ৪টি এনফোর্সমেন্ট ইউনিট নিয়ে সোমবার অভিযান পরিচালনা করে।

বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

বন অধিদপ্তর: ঢাকা এবং চট্টগ্রাম বন সংরক্ষক অঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, বরাদ্দকৃত অর্থ আত্মসাত, বদলি-পদোন্নতিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এবং প্রাথমিক সত্যতা পায়।

কুমিল্লা:

কুমিল্লা সিটি কর্পোরেশনে রোড সুইপার ট্রাক ক্রয়ে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুদক এনফোর্সমেন্ট নিয়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিটি কর্পোরেশনের একটি ট্রাক সরেজমিনে পরিদর্শন করে নথিপত্র সংগ্রহ করে।

এ ছাড়াও নানাবিধ অভিযোগের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীন নগর শিশু উদ্যান সরেজমিনে পরিদর্শনকালে উদ্যানে অবস্থিত বিভিন্ন রাইড সংক্রান্ত চুক্তি এবং বিল পরিশোধে বিভিন্ন অনিয়ম পায় দুদক পরিলক্ষিত হয়।

বগুড়া:

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

এ সময় দুদক সেবাগ্রহীতাদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য গ্রহণ করে এবং অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ