বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

তরুণদের দোষ-ত্রুটি না খুঁজে পথ দেখানো উচিত: মাহমুদুর রহমান

রিপোটারের নাম / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ২৬
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৩০

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের তরুণদের দোষ ত্রুটি না খুঁজে তাদের পথ দেখানো উচিত। তাদের ভুল-ভ্রান্তি হবেই, তাদের সহযোগিতা করতে হবে। বিপ্লব পরবর্তী যেকোনো দেশ পুনর্গঠন করতে কিছু সমস্যা থাকে উল্লেখ করে তিনি বলেন, ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পর ওই জাতি পুনর্গঠন হতে কয়েক দশক সময় লেগেছে। তরুণদের মেধা ও মনন দেখে আমি বাংলাদেশের ব্যাপারে খুব আশাবাদী। এখনই এতো অস্থির না হয়ে তাদের সহযোগিতা করা উচিত।

বৃহস্পতিবার বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আমি মনে করি যেহেতু তরুণরা অনেক ম্যাচিউরড। বয়সের তুলনায় এরা খুব ম্যাচিউরড। এরা তাড়াতাড়ি ভুল থেকে শিক্ষা নিতে পারে। তরুণদের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকতা ও মানবাধিকার বিষয়ে ২০২৫ সালে একুশে পদকপ্রাপ্ত এই সম্পাদক বলেন, তরুণরা আমাদের চাইতে অনেক বেশি ভালোভাবে দেশ পরিচালনা করতে পারবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমার তাদের কাছে (জুলাই বিপ্লবের তরুণদের) একটি প্রত্যাশা তারা যেন ঐক্যবদ্ধ থাকে।

তিনি বলেন, ৫২ সালে অন্যায় অবিচারের বিরুদ্ধে ছাত্রদের যে লড়াই সংগ্রাম শুরু করেছিলেন মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্রদের সেই লড়াই সংগ্রামের নবতম সংস্করণ দেখতে পেয়েছি।

তিনি বলেন, তাদের নেতৃত্বের লড়াই থাকতে পারে। আদর্শেরও দ্বন্দ্ব থাকতে পারে। কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে আর কোনোদিন ফ্যাসিবাদ এদেশে ফিরে আসতে পারবে না। আর কোনো হেজিমনিক শক্তি (আধিপত্যবাদী ভারত) বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। যে নিয়ন্ত্রণ আমরা গত ১৫ বছর দেখতে পেয়েছিলাম।

তরুণদের বিষয়ে আশাবাদী উল্লেখ করে তিনি বলেন, আমাদের তো মাত্র ছয় মাস হয়েছে। এত অস্থির হচ্ছি কেন আমরা? এখনই আমরা কেন তরুণদের এত দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছি। আমাদের তাদের (জুলাই বিপ্লবের তরুণদের) প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তারা জীবন না দিলে এখনো আমরা ফ্যাসিবাদ দ্বারা নিষ্পেষিত হতাম। আমি নির্বাসিত জীবন কাটাতাম। তারা জীবন না দিলে আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না। আমার দেশ পুনঃপ্রকাশ হতো না। তারা জীবন না দিলে আমি একুশে পদক পেতাম না। তরুণদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ভুলে যাওয়ার কোন সুযোগ নেই।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া ও শুভেচ্ছা বক্তব্য দেন এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ