মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে: সেনাপ্রধান

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ২৩

আজকের তরুণ প্রজন্মই পারে দেশ গঠনে ভূমিকা রাখতে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।

শুক্রবার রোড সাইকেল রেসিং শেষে উখিয়া উপজেলার ইনানী বেওয়াচ হেলিপ্যাড মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সুস্থ জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই। তাই বিভিন্ন জেলায় সাইক্লিংসহ অন্যান্য প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা হবে। মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার সড়ক ভোরে ফ্রি থাকে। প্রতিবছর এই মেরিন ড্রাইভ সাইক্লিং রেসিং প্রতিযোগিতা চলমান থাকবে।

জানা যায়, প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬টি ক্যাটাগরিতে পেশাদার ২০০ জন কলাতলি প্যারাসেইলিং পয়েন্ট থেকে টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত এবং অপেশাদার ২০০ জন কলাতলি থেকে ইনানী বেওয়াচ পর্যন্ত ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষসহ সর্বমোট ৪০০ জন দেশি-বিদেশি সাইকেলিস্ট অংশগ্রহণ করেন।৷

এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিজাম উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ