বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, তাকওয়াপূর্ণ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ধর্ষণ, চাঁদাবাজিসহ সকল জুলুম ও বৈষম্য থেকে এ জাতি মুক্তি পাবে।
শনিবার পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, কুরআন নাযিল হওয়ার বরকতে রমজান যেমন সম্মানিত মাস, ঠিক রাষ্ট্রে কুরআনের বিধান কায়েম হলে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে ওঠবে। খেলাফত রাষ্ট্রব্যবস্থা দুনিয়ায় হাজার বছর শান্তি প্রতিষ্ঠা করেছে, কোন তন্ত্র-মন্ত্র শান্তি প্রতিষ্ঠা করতে পারে নেই। তাই খেলাফত প্রতিষ্ঠার দাওয়াত ব্যাপকভাবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।