ময়মনসিংহ-শেরপুর সড়কে অজ্ঞাত গাড়িচাপায় রফিকুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ওই সড়কের তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি।
নিহত রফিকুল ইসলাম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুরুয়া গ্রামের মো. জমর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে শেরপুরে যাচ্ছিলেন। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তারাকান্দা থানার উপপরিদর্শক (এস আই) শরীফুজ্জামান শরীফ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।