মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

রিপোটারের নাম / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮: ৫৮

ময়মনসিংহ-শেরপুর সড়কে অজ্ঞাত গাড়িচাপায় রফিকুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে ওই সড়কের তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি।

নিহত রফিকুল ইসলাম শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কুরুয়া গ্রামের মো. জমর উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রফিকুল ইসলাম মোটরসাইকেলে ময়মনসিংহ থেকে শেরপুরে যাচ্ছিলেন। ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার বটতলা এলাকায় অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় তারাকান্দা থানার উপপরিদর্শক (এস আই) শরীফুজ্জামান শরীফ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ