সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন

তোফায়েল আহমেদের ভাগিনার বাড়িতে ভাঙচুর-আগুন

রিপোটারের নাম / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

(ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১৩

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ইসলামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডে এ ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

রফিকুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র। এছাড়াও ভোলা-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আলী আজম মুকুলের স্ত্রীর বড় ভাই রফিক।

স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের দোসর তোফায়েল আহমেদের ভাগিনা রফিকুল ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীর প্রতি সহস্র অন্যায় করার ফলে তার বাড়িতে এই হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় ছাত্র-জনতা।

বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, ভাঙচুর ও আগুনের বিষয়ে কেউ তাদেরকে জানায়নি।

এ ব্যাপারে জানতে বোরহানউদ্দিন থানায় গিয়ে ওসিকে না পেয়ে তার ফোন নাম্বারে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ