স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ৩১
দলবাজ ১২ বিচারপতির সর্বশেষ তথ্য জানিয়েছে উচ্চ আদালত। আগস্টে হাসিনার পলায়নের পর দেশের উচ্চ আদালতে আওয়ামী দলবাজ ও দোসরদের সহযোগী বিবেচনায় চিহ্নিত বিচারকদের বাদ দেয়ার দাবি ওঠে।
শনিবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে ওই ১২ বিচারপতির সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়।
১৬ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্ররা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলে প্রধান বিচারপতি তাদের বিচারকার্য হতে বিরত রাখেন।
ঘটনার প্রায় চার মাস পর ওই ১২ বিচারপতির সর্বশেষ তথ্য জানিয়ে বলা হয়, তাদের একজন পদত্যাগ করেছেন, দুজন হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি এবং দুজন অবসর নিয়েছেন।
এ ছাড়া চারজনের বিরুদ্ধে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে এবং অপর তিনজন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলমান আছে।
এর আগে রাষ্ট্রপতির কার্যালয় সূত্র আমার দেশকে জানায়, বিচারপতি শাহেদ নুর উদ্দিনের পদত্যাগপত্রে গত বুধবার স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি।
বিচারপতি শাহেদ নূরউদ্দিন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক থাকাকালে বহুল আলোচিত বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দিয়েছিলেন।
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রক্রিয়ার মধ্যেই তিনি গত ৩০ জানুয়ারি প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত মোট চারজন বিচারপতি পদত্যাগ করেছেন। ইতিপূর্বে পদত্যাগকারী বাকি তিনজন হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক এবং বিচারপতি একেএম জহিরুল হক।