মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

দুই দিনের সফরে বাংলাদেশ সফরে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার

রিপোটারের নাম / ৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপোদি। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে ১৮-২০ ফেব্রুয়ারি মারিয়া ত্রিপোদি বাংলাদেশ সফর করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ সফরকালে বাংলাদেশ অভিবাসন-সম্পর্কিত জটিলতার দ্রুত ও কার্যকর সমাধানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।

 

তিনি আরও বলেন, ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সাথে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে। রফিকুল আলম বলেন, গত আট বছরে এটি ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর এবং বর্তমান অন্তর্র্বতী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সফরকালে বাংলাদেশ ও ইতালি শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ