বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দেবরের ছুরিকাঘাতে রূপালী বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার রাতে কাহালু পৌরশহরের পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রূপালী একই গ্রামের পলাশ প্রামাণিকের স্ত্রী।
এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হক, তার স্ত্রী আফরোজা, বাবা রাশেদ আলী ও মা মরিয়ম বেগমকে আটক করেছে পুলিশ।
কাহালু থানার ওসি আব্দুল হান্নান বলেন, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাতে দুই ভাইয়ের স্ত্রীর মাঝে ঝগড়া শুরু হয়। একপর্যায় দুই ভাই ও বাবা-মা ঝগড়ায় জড়িয়ে পড়েন।
এর মধ্যে হাতাহাতি শুরু হলে পলাশ ও রূপালীকে ছুরিকাঘাত করেন মোজাম্মেল। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভোরে রূপালী মারা যান।