সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, মোমেন ভারতে গিয়ে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনুরোধ করেছিলেন, শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য। তিনি এটা করতে পারেন না। এটা দেশদ্রোহিতা। দেশদ্রোহিতার জন্য তাকে গ্রেপ্তার করুন।
রোববার সিলেট নগরের একটি হোটেলে আমার দেশ আয়োজিত সুধী সমাবেশ ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এ দাবি জানান।
আমার দেশ-এর সম্পাদক আরো বলেন, মোমেন বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে স্বামী-স্ত্রীর সম্পর্কের সঙ্গে তুলনা করেছিলেন। এটা লজ্জাজনক। সিলেটবাসীকেও তিনি অপমান করেছেন।
আমার দেশ-এর সিলেট ব্যুরো চিফ খালেদ আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। আলোচনা করেন প্রকৌশলী মহিউদ্দিন আহমদ, সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, জামায়াতের জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াত আমির মোহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল, খেলাফত মজলিশ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, পেশাজীবী পরিষদ সিলেটের আহ্বায়ক ডাক্তার শামিমুর রহমান, শাবির রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো: আব্দুল কাদির, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, ইউকে প্রবাসী সৈয়দ হাসান, আবৃত্তিকার সালেহ আহমদ খসরু, ব্যবসায়ী হিজকিল গুলজার, নারী নেত্রী সামিয়া বেগম চৌধুরী, রেহানা আফরোজ খান ও পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আতাউর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী।মতবিনিময়কালে বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ২০২০ সালে বর্বর নির্যাতনে নিহত রায়হানের মা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কাছে ছেলে হত্যার ন্যায়বিচার পেতে সহযোগিতা কামনা করেন। কান্নারত রায়হানের মাকে সান্ত্বনা দেন সম্পাদক।