লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.) বলেছেন, শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী/এমপিরা বিগত ১৫ বছরে যে সমস্ত জায়গায় বিভিন্ন নাম ফলক স্থাপন করেছে তা উঠানো হউক। দেশের কোন জায়গায় তাদের নামে নামফলক রাখার যৌক্তিকতাও নাই। কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে।
সোমবার রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
কর্নেল অলি বলেন, বিভিন্ন অফিস থেকে শেখ মুজিবের ফটো সরানোর নির্দেশ দেওয়া হউক। ৮ মাস শেষ হল, এখনও টাকায় শেখ মুজিবের ফটো কেন?
ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরিভিত্তিতে বাদ দিয়ে জনগণের অর্থের সাশ্রয় করা হউক। মিথ্যার বেশাতে দেশের মানুষকে কলঙ্কিত করা ঠিক হবে না। মুক্তিযোদ্ধাদের নিকট অকাট্য দলিল প্রমাণ থাকতে হবে।
অনেক UNO এর তিনটি জীপ এবং ন্যূনতম পক্ষে প্রত্যেক UNO এর দুটি জীপ রয়েছে। গরিব মানুষদের উপর এর খরচের বোঝা চাপানো হচ্ছে কেন?-জীপের ব্যাখ্যা।
সরকারি গাড়ির অনৈতিক ব্যবহার রোধকল্পে প্রত্যেকটি গাড়ির Name Plate লাল রং করা হউক। এতে করে জনগণের করের টাকার অপব্যবহার কমে যাবে।
সরকারি/আধাসরকারি প্রতিষ্ঠানে মোট গাড়ির সংখ্যা কত; এগুলির ব্যবহারকারী কে/কারা, তার হিসাবনিকাশ নিতে হবে এবং এর জন্য একটি ডাটাবেইজ তৈরি করতে হবে।
যে সমস্ত জায়গায় রাস্তার উপর হাট-বাজার বসানো হয়েছে, তা সরানোর দায়িত্ব UNO ও সংশ্লিষ্ট OC-দের উপর ন্যস্ত করতে হবে। এতে করে জনগণের যাতায়াতের পথ সুগম হবে এবং সময় কম লাগবে, জ্বালানি তেলের সাশ্রয় হবে।
পৌরসভা/সিটি কর্পোরেশনে এলাকার ফুটপাত/ রাস্তার উপর বসানো অস্থায়ী দোকানপাট বন্ধ করতে হবে। এদের পিছনে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে।