রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন

দেশে প্রতি লাখে ১০৬ জন ক্যানসার আক্রান্ত

রিপোটারের নাম / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

বিএসএমএমইউর গবেষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩২
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩৫

দেশে ক্রমাগত বেড়েই চলেছে প্রাণঘাতী ব্যাধি ক্যানসার সংক্রমণ। বর্তমানে প্রতি লাখে ১০৬ জন মানুষ ক্যানসারে ভুগছেন। প্রতি বছর এই তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ৫৩ জন। আর দেশে মৃত্যুর ১২ শতাংশ হচ্ছে অসংক্রামক এ মরণ ব্যাধিতে ভোগে।

এমনকি দেশে থাকা ৩৮ ধরনের ক্যানসারের মধ্যে স্তন, মুখ, পাকস্থলি, শ্বাসনালি এবং জরায়ু মুখের ক্যানসার রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

দেশে ক্যানসারের এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করা গবেষণায়।

গতকাল শনিবার বিএসএমএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স রুমে ‘বাংলাদেশে ক্যানসারের বোঝা : জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি’ শীর্ষক এক অনুষ্ঠানে গবেষণার এ ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন প্রধান গবেষক ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ড. খালেকুজ্জামান।

তিনি জানান, ক্যানসার বিশ্বে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি। বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি (পিবিসিআর) না থাকায় প্রতিবেশী দেশগুলোর তথ্য ব্যবহার করে ক্যানসারের পরিস্থিতি অনুমান করতে হয়।

এর ফলে বাংলাদেশে ক্যানসারের সঠিক পরিস্থিতি জানার ব্যাপারে সীমাবদ্ধতা আছে। তাই জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি প্রতিষ্ঠার মাধ্যমে ক্যানসার পরিস্থিতি নির্ণয় করা জরুরি হয়ে পড়েছিল, এজন্যই এ গবেষণা।

তিনি জানান, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২০২৩ সালের জুলাই মাস থেকে এ গবেষণা পরিচালিত হয়ে আসছে। এতে প্রতিটি বাড়িতে বিশেষভাবে তৈরি করা ইন্টারনেটভিত্তিক ক্যানসার নিবন্ধন সফটওয়্যার নিয়ে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে তথ্য সংগ্রহণ করা হয়েছে।

এক বছর পূর্তিতে একই পরিবারের ফলোআপ পরিদর্শন ২০২৪ সালের জুলাই মাসে শুরু হয়েছে। ড. মো. খালেকুজ্জামান জানান, দুই লাখ মানুষের ওপর এই গবেষণা চালানো হয়। বাংলাদেশে ৩৮ ধরনের ক্যানসার রোগী পাওয়া গেছে। প্রতি লাখে ১০৬ জন ক্যানসারে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

৯৩ শতাংশ রোগীর বয়স ১৮ থেকে ৭৫ বছর। রোগীদের মধ্যে ২ দশমিক ৪ শতাংশ শিশু। আর ৫ শতাংশের বয়স ৭৫ বছরের বেশি।

গবেষণায় দেখা গেছে, দেশে পাঁচটি প্রধান ক্যানসার হলোÑ স্তন, মুখ, পাকস্থলি, শ্বাসনালি এবং জরায়ু মুখের ক্যানসার। পুরুষদের পাঁচটি প্রধান ক্যানসার হলোÑ শ্বাসনালি, পাকস্থলি, ফুসফুস, মুখ ও খাদ্যনালির ক্যানসার। নারীদের পাঁচটি প্রধান ক্যানসারের মধ্যে রয়েছেÑ স্তন, জরায়ুমুখ, মুখ, থাইরয়েড এবং ওভারি।

পুরুষ ক্যানসার রোগীদের ৭৫ দশমিক ৮ শতাংশ ধূমপায়ী এবং ধোঁয়াহীন পান, জর্দা, তামাক সেবনকারী ৪০ দশমিক ৫ শতাংশ। রোগীদের মধ্যে প্রায় ৬১ শতাংশ নারী ধোঁয়াহীন পান, জর্দা, তামাক সেবনকারী। ৪৬ শতাংশ রোগীর ক্যানসারের সঙ্গে তামাক সেবনের সম্পর্ক রয়েছে।

গবেষণায় আরো জানা গেছে, আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশ কম্বাইন্ড চিকিৎসা নিয়েছে এবং ৭ শতাংশ রোগী কোনো চিকিৎসাই নেয়নি। দেশে মোট মৃত্যুর ১২ শতাংশই ক্যানসার রোগী। মৃত রোগীদের মধ্যে শীর্ষে রয়েছে ফুসফুস, শ্বাসনালি ও পাকস্থলির ক্যানসার।

প্রতি বছর নতুন করে প্রতি লাখে ৫৩ জন রোগী ক্যানসারে আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে ফুসফুস, লিভার ও শ্বাসনালির ক্যানসারের রোগীর সংখ্যা বেশি।

বিএসমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, নিত্যনতুন জ্ঞান তৈরিতে গবেষণার বিকল্প নেই।

যেসব গবেষণা দেশের মানুষের, দেশের রোগীদের উপকার হবে, সেক্ষেত্রে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।

উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, গণআকাঙ্খা পূরণ করে এমন গবেষণার জন্য ফান্ডের কোনো সমস্যা হবে না।

বিএসএমএমইউর উদ্যোগে পরিচালিত বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যানসার রেজিস্ট্রি থেকে যে পরিসংখ্যান পাওয়া গেছে তা দেশের মানুষের ক্যানসার প্রতিরোধ, প্রতিকার ও ক্যানসার রোগীদের চিকিৎসায় বিরাট ভূমিকা রাখবে। সেই সঙ্গে এ পরিসংখ্যান বাংলাদেশে ক্যানসার নিয়ে গবেষণার বহুমুখী দ্বার উন্মোচন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ