মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

ধর্ষণ-ছিনতাই-ডাকাতি বন্ধে বড় আন্দোলন করতে হবে: উপদেষ্টা শারমীন

রিপোটারের নাম / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৭

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী নির্যাতন, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি বন্ধ করতে বড় আন্দোলন করতে হবে। যত বড় আন্দোলন দিয়ে আমরা ফ্যাসিজম বন্ধ করেছি।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন বলেন, কতিপয় বাঙালি সত্যতা নিয়ে কাব্য করে, এমনই কাব্য করে, সত্যটিই আর বুঝাই যায় না। কিন্তু তোমরা সেই জেনারেশন যেটা সরাসরি তোমরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতি। এতসব অন্যায়ের বিরুদ্ধে তোমাদের ঐক্যবদ্ধ স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম দিয়েছো।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অবিস্মরণীয় বিপ্লবের মধ্যদিয়ে যে নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি সেই অকুতোভয় বাংলাদেশকে ব্যর্থ এবং ভুল প্রমাণ করার জন্য একটি পক্ষ অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছে। এই অপচেষ্টাকে নস্যাৎ করা আমাদের সকলের দায়িত্ব।

উপদেষ্টা আরও বলেন, সারাদেশের এলাকায় এলাকায় তরুণ সমাজকে সাথে নিয়ে সংঘটিত হয়ে যদি একটা জায়গায় দাঁড়াতে পারো তাহলে আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাইকারী নির্মূল হবে। যেভাবে তোমাদের আন্দোলনে ফ্যাসিজম দূর হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ