জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ হান্নান লিখেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে দাওয়াত পৌঁছানো হয়েছে।
আমাদের দাওয়াত পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।