মোটরসাইকেল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মোকলেছুর রহমান (৫০)। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। পরে ভোররাতে নবাবগঞ্জ থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৫টায় নয়াকান্দা বাজারের কাছে মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোকলেছের ওপর হামলা করে মোজাম্মেল, জুয়েল, ফয়সাল ও কয়েছ। পরে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, নিহত মোকলেছের ভাতিজা পায়েলের কাছে মোটরসাইকেল চাইতে যায় স্থানীয় মোজাম্মেলের চাচাতো ভাই শাওনসহ কয়েকজন। মোটরসাইকেল না দেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটায়। তারা পায়েলকেও আঘাত করে।
নবাবগঞ্জ থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে নয়াকান্দা গ্রাম থেকে জমিলা বেগম (৫০), মোজাম্মেল হোসেন (৬০) ও বিল্লাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
নিহতের স্ত্রী বিলকিস বেগম বলেন, ওরা এলাকার সন্ত্রাসী। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি তাদের বিচার চাই।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ১৮ জনের নামে মামলা হয়েছে। পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।