সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

নাহিদ ইসলাম পদত্যাগ করেননি

রিপোটারের নাম / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ১৮

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি।

রোববার সন্ধ্যায় তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা সত্য নয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমার দেশকে বলেন, উপদেষ্টা নাহিদ ইসলাম এখনও পদত্যাগ করেননি।

উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি সত্য নয় জানিয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, এটি গুজব ছাড়া আর কিছুই নয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলছে। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলাম। আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ হতে পারে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ