আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার যুক্তরাজ্যের বার্মিংহামে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও বার্মিংহাম সিটি বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন l
দেশে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বিগত ১৫ বছর যে সকল মানুষগুলো গণতন্ত্র পুনরুদ্ধারে আত্মাহুতি দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, কেউ কেউ হারিয়ে গেছেন, কেউ গুম হয়েছেন, বিশেষ করে বিএনপি নেতা সিলেটের কৃতি সন্তান এম ইলিয়াস আলী, দিনার ও জুনেদ, চৌধুরি আলমসহ বিএনপির শত শত নেতা-কর্মী হারিয়ে গেছে। স্বৈরাচারের নির্যাতনে বিএনপি‘র হাজার হাজার নেতা-কর্মী পঙ্গুত্ব বরন করেছে। সেই সাথে বিগত জুলাই- আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ অন্য সংগঠন সমূহের নেতা-কর্মীদের যেভাবে শহীদ করা হয়েছে এবং পাখির মত মানুষদের মারা হয়েছে শুধু ক্ষমতা থাকতে এবং কর্তৃত্ববাদ শাসনকে অব্যাহত রাখার জন্য ।
তিনি বলেন, বিএনপি’র বহু নেতা-কর্মী হারিয়ে গেছে স্বৈরাচারীর হিংস্র থাবায় । আমরা সেই সকল শহীদ ভাই-বোনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করি।
যারা পঙ্গুত্ব বরণ করেছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই যেন তারা স্বাভাবিক জীবন যাপনে ফিরতে পারেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপি‘র সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আইয়ুব খান, কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, কাউন্সিলর মমতাজ হোসেন।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিছবাউজ্জামান সুহেল, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপি‘র যুগ্ম সম্পাদক (দপ্তর) ড. মজিবুর রহমান, সহ-সম্পাদক আব্দুল বাছিত বাদশা, সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী তালুকদারসহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার আব্দুল মজিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ, ইসলাম উদ্দিন খান, মজনু মিয়া, রাসেল আহমদ, মোদাচ্ছির খান, আব্দুল কবির, গুলজার আহমদ ফয়ছল, রাসেল আহমেদ সহ অনেকে।
অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা যোগ দেন।