সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

নিহতদের ‘জুলাই শহীদ’ ও আহতদের ‘জুলাই যোদ্ধা’ স্বীকৃতি দেবে সরকার

রিপোটারের নাম / ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ১২
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৫০

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদগণ ‘জুলাই শহীদ’ এবং আহতগণ ‘জুলাই যোদ্ধা’ নামে অভিহিত হবেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সংক্রান্ত দুটি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এছাড়া জুলাই শহীদ ও জুলাই যোদ্ধারা রাষ্ট্রীয় কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন সেটাও সংবাদ সম্মেলনে জানানো হয়।

৮৩৪ জন জুলাই শহীদদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে উল্লেখ করে বলা হয়- শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লক্ষ টাকা এবং আসন্ন ২০২৫-২০২৬ অর্থ বছরে (জুলাই ২০২৫ এ) জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লক্ষ টাকা পাবেন। শহীদ পরিবারকে প্রতিমাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

অপরদিকে জুলাই যোদ্ধাঃ জুলাই-২৪ এর যোদ্ধগণকে এ, বি ও সি তিনটি মেডিক্যাল ক্যাটাগরিতে বিভক্ত করে চিকিৎসাসহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

‘এ’ ক্যাটাগরির তালিকাভুক্ত (অতি-গুরুতর আহত) ৪৯৩ জন জুলাই যোদ্ধা, যাঁরা চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবন যাপনে অক্ষম। তাদেরকে এককালীন ৫ লক্ষ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ লাখ টাকা প্রদান করা হবে। ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩ লক্ষ টাকা প্রান করা হবে। তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন। মেডিকেল বোর্ডের সুপারিশে দেশী বিদেশী হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন। পরিচয় পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয় পত্র প্রদর্শন করে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

‘বি’ ক্যাটাগরিভুক্ত (গুরুতর আহত) ৯০৮ জন জুলাই যোদ্ধা এককালীন ৩ লক্ষ টাকা প্রদান করা হবে। এর মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ লক্ষ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে ২ লক্ষ টাকা প্রান করা হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি/আধাসরকারি কর্মসংস্থান প্রাপ্য হবেন। পরিচয় পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয় পত্র প্রদর্শন করে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন।

‘সি’ ক্যাটাগরিভুক্ত (আহত) ১০৬৪৮ জন জুলাই যোদ্ধাকে এককালীন ১ লক্ষ টাকা প্রদান করা হবে। তারা মাসিক ১০ হাজার টাকা ভাতা; পুনর্বাসন সুবিধা এবং পরিচয় পত্র প্রাপ্ত হবেন। পরিচয় পত্র প্রদর্শন করে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ