রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

পদ্মার ২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

রিপোটারের নাম / ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৪: ৪৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেলৗতদিয়া পদ্মা নদীতে বিশাল এক কাতল মাছ ধরা পড়েছে, যার ওজন ২৮ কেজি। মঙ্গলবার সকালে দেলৗতদিয়া ফেরিঘাটের কাছে জাল ফেলতেই শওকত হালদার ও তার সহযোগীরা এ মাছটি ধরে ফেলেন।

মাছটি নিয়ে আসা হয় গোয়ালন্দের আনুখার মৎস্য আড়তে, যেখানে শুরু হয় নিলাম। দর হাঁকাহাঁকির পর শাহজাহান শেখ নামের এক ব্যবসায়ী ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। তবে এখানেই শেষ নয়। পরবর্তী ধাপে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, এত বড় কাতল খুব একটা দেখা যায় না। ভালো দামেই কিনেছি এবং ভালো লাভও হয়েছে।

পদ্মার বিশালাকৃতির মাছগুলো সবসময়ই কৌতূহলের কেন্দ্রবিন্দু। স্থানীয়রা এমন বিশাল মাছ দেখতে ভিড় জমায়, আর ব্যবসায়ীরাও প্রতিযোগিতা করেন সবচেয়ে ভালো দামে কিনতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ