নিউজিল্যান্ড আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে। বুধবার রাতে অলিখিত সেমিফাইনালের রোমাঞ্চ শেষে শিরোপা নির্ধারণী ম্যাচে নাম লিখেছে পাকিস্তান। রান তাড়ায় রেকর্ড গড়ে স্বাগতিকরা বিদায় করে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
আজ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়াই করবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর আগে দুই হটফেভারিটের জন্য এই ফাইনাল ম্যাচ ড্রেস রিহার্সেলই বলা চলে। তার আগে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে হয়েছে বেশ কয়েকটি রেকর্ড।
মোহাম্মদ রিজওয়ান (১২২*) ও সালমান আগা (১৩৪) হাঁকালেন দুর্দান্ত দুটি সেঞ্চুরি। চতুর্থ উইকেটে দুজনের ২৬০ রানের রেকর্ড পার্টনারশিপের ওপর ভর করে ৬ উইকেটের বড় জয়ে ফাইনালে নাম লিখেছে পাকিস্তান (৩৫৫/৪)। রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়ের রেকর্ড।