বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

রিপোটারের নাম / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৪ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেনের (গালিব) আদালত এই আদেশ দেন।

দুদক জানায়, ধানমন্ডির পুরনো ৩২ নম্বর রোডের ৮ নম্বর বাড়িতে সূচনা ফাউন্ডেশন অফিস অবস্থিত। এটি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিল্ডিং। গত বছরের ২৪ নভেম্বর পর্যন্ত এসব ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা জমা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদক সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য আদালতের কাছে তুলে ধরে সেগুলো অবরুদ্ধ করার আবেদন করে। সায়মা ওয়াজেদ বিরুদ্ধে তার মায়ের ক্ষমতা ব্যবহার করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে টাকা পাচারের অভিযোগের রয়েছে দুদক আদালতকে জানায়।

গত বছরের ২৪ নভেম্বর সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এবার সংস্থাটির ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিল আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ