সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

প্রয়োজনে নতুন আইন করে আ. লীগের বিচার করতে হবে : সেলিম উদ্দিন

রিপোটারের নাম / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০২

প্রয়োজনে নতুন আইন তৈরি করে শেখ হাসিনা সহ আওয়ামী-বাকশালীদের সব খুন, গুম ও জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার রাজধানীর বাড্ডা থানা জামায়াত আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্যাসিস্ট, পতিত আওয়ামী সরকারের গুম, খুন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত, স্বৈরাচারী শেখ হাসিনাসহ সব হত্যাকারীর বিচার নিশ্চিত করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, জনগণ কর্তৃক প্রত্যাখাত হয়ে শেখ হাসিনা প্রতিবেশী দেশে পলায়ন করলেও তাদের পক্ষ থেকে দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তাদের এ ষড়যন্ত্রে দেশী ও বিদেশি শক্তি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ধন যোগাচ্ছে।

শেখ হাসিনা এবং তাদের এদেশীয় দোসররা দেশকে অস্থিতিশীল করে অর্জিত বিপ্লব ও অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। নানা দাবি দাওয়া নিয়ে তাদের প্রতিভূদের পরিকল্পিতভাবে মাঠে নামিয়ে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এদেরকে কঠোর হস্তে দমন করে বিচারের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নিতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এদের অপকর্ম ও ষড়যন্ত্রকে অবহিত করা দরকার। তিনি পতিত স্বৈরাচারের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ