যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, প্রশাসনসহ এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে বসে আছে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা। সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেভিলদের যেভাবে ধরছেন, ঠিক তেমনি প্রশাসনে থাকা ডেভিলদেরও হান্ট করুন।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানার অন্তর্গত ৩৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুয়েল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তার দোসররা দেশেই রয়ে গেছে। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে নেয়ার চেষ্টা করছে। তাদের চিহ্নিত করে সমূলে উৎপাটন করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। অথচ সরকার এখন পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। জনগণের প্রত্যাশা ক্ষীণ হয়ে যাচ্ছে। তাই অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর উত্তরে যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়ল, তসলিম আহসান মাসুম, তানভীর আহমেদ ইকরাম, শামিম আহমেদ ও জুলহাস আহমেদ।