মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন

ফরিদগঞ্জে বিএনপি নেতার ওপর আওয়ামী ফ্যাসিস্টদের হামলা

রিপোটারের নাম / ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ন্যায়বিচারের আশায় সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ০৯

ফরিদগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের দুই দফা হামলার শিকার হয়েছেন এক প্রবীণ বিএনপি নেতা।

হামলায় গুরুতর আহত সাখাওয়াত উল্যাহ (৭০) ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ ঘটনায় মামলা করেছেন শাখাওয়াত উল্যাহর স্বজনরা। ন্যায়বিচারের আশায় বুধবার ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভিকটিমের স্ত্রী নিলুফা আক্তার ও মেয়ে শামীমা ইয়াসমিন হীরা।

লিখিত বক্তব্যে তারা বলেন, ১৩ ফেব্রুয়ারি ফরিদগঞ্জের বালিথুবা পূর্ব ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন সাখাওয়াত উল্যাহ। সম্মেলনে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসী এমরান সর্দারের নেতৃত্বে তার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দেইচর স্কুলের সামনে আবারও আক্রমণ করে সন্ত্রাসীরা। এতে গুরুতর আহত হন তিনি।

স্বজনরা অভিযোগ করেন, ‘ওই ঘটনার পর থানায় মামলা করতে গেলে আমরা পুলিশি হয়রানির শিকার হই। পরে বিভিন্ন মহলের চাপে মামলা হলেও পুলিশের অনীহা ও আসামিদের হুমকিতে আমরা বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। এ কারণে আমরা মিডিয়ার সামনে এসে সব কিছু জানাতে বাধ্য হয়েছি এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

তারা বলেন, হামলাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ নীরব। ঘটনার সাক্ষীরাও বিষয়টি নিয়ে আতঙ্কিত। তারা যেকোনো মুহূর্তে আবার হামলা করতে পারে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনে সাখাওয়াত উল্যাহর ভাই আবিদ উল্ল্যাহ, বিএনপির কর্মী মামুন খান ও মহিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ