রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনে হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম এর মানববন্ধন

রিপোটারের নাম / ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৯: ০৩
আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৯: ০৩

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম (বি, এন, জে, এফ) সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠন সহ সারা বাংলাদেশের বিভিন্ন সংগঠন । এ সময় তারা বাংলাদেশ সেনাবাহিনীকে ফিলিস্তিনে শান্তি মিশনে পাঠানো, সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে নিন্দা জানানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

সোমবার ওলামা-জনতা ঐক্য পরিষদ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজ, ইসলামী যুব মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত পৃথক সমাবেশে এসব দাবি জানান তারা।

এসময় বক্তার বলেছেন, আমেরিকার মদদে ফিলিস্তিনে এই হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। আন্তর্জাতিক মহল যেন ইসরায়েল কে বিভিন্নভাবে চাপ প্রযোগ করে তারা সেই দাবি জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, মুফতি হারুন ইজহার, মুফতি ফকরুল ইসলাম, আবু ত্বহা মুহাম্মাদ আদনান, আসিফ আদনান প্রমূখ।

এদিকে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মানবন্ধন করেছে শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র‍্যাজুয়েট কলেজের ছাত্র-শিক্ষকরা।

এ সময় উপস্থিত শিক্ষকরা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি রাষ্ট্র প্রতিনিয়ত ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা সবাই যেন প্রতিবাদী হই। আমাদের সমগ্র মুসলিম উম্মা যেন জাগ্রত হই। সবাই ফিলিস্তিনের পাশে দাঁড়াই।

ইসরাইল কর্তৃক নির্বিচারে ফিলিস্তিনি শিশু ও সাধারণ নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা। সংগঠনের নেতারা বলেন, আমরা চাই জাতিসংঘ আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনের পক্ষে থাকতে হবে। নেতানিয়াহুকে ফাঁসি দিতে হবে। সবাই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।

এছাড়াও বাংলাদেশ খেলাফতে যুব মজলিস, ইসলামী যুব মজলিসের নেতারা সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ফিলিস্তিনের গাজায় গণহত্যার চালানোর তীব্র নিন্দা জানান।

বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ( বি, এন, জে, এফ) সাংবাদিক কল্যাণ ও মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ও মানবাধিকারকর্মী এ. এস. এম জিয়াহায়দার ফিলিস্তিনের গাজায় গণহত্যার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সন্মানীত বিশ্ব মুসলিম উম্মাগণ ব্যাক্তিবর্গের নিজ স্বার্থকে ত্যাগ করে সকল ভেদাভেদ, মতামত, আকিদা ভুলে গিয়ে তামাম মুসলিম বিশ্বকে একই বৃত্তের মাঝে এক হওয়ার ঐক্যের আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ