স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী হায়নাদের গুলিতে শহীদ একরাম হোসেন কাউসারের নামে সড়ক ও পাঠাগার উদ্বোধন করেছেন ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার জেলার পরশুরাম উপজেলা চিথলিয়া ইউনিয়নের রাজষপুরে শহীদ কাউছারের বাড়ির সড়ক সংস্কার ও সিসি ঢালাই শেষে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, শহীদ কাউছারের মাওলানা আনোয়ার হোসেন, ছোট ভাই ওমর ফারুক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আহমদ, আব্দুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
পরে চিথলিয়া ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ধনীকুন্ডা হোসনেয়ারা উচ্চ বিদ্যালয়ে শহীদ কাউসার মেমোরিয়াল লাইব্রেরি উদ্বোধন করেন জেলা প্রশাসক