স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ২৩
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৪৮
গুলিবর্ষণসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ-মিছিল শেষে তিন ঘণ্টা সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। হাসিনাসহ ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।
রোববার দুপুরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে গাজীপুরের ছায়াবিথী এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলা চালান আওয়ামী লীগ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় ফের আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালান তারা। এর প্রতিবাদে আজ সড়কে নামেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছেন। আমরা সতর্ক অবস্থানে রয়েছি।