সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোভ্যানের তিন যাত্রী নিহত, আহত ৩

রিপোটারের নাম / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া অফিস
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ০৯

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া আটটার দিকে দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ডে নওগাঁ- বগুড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম ঠিকানা এই রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতেরা একটি টাইলস কারখানায় কাজ করে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। মূল সড়কে উঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এসময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কারও পরিচয় মেলেনি। এ ঘটনায় ট্রাককেও আটক করা যায়নি। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ