প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওমানের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি। এ সময় বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা পুনরায় চালু করতে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক সম্প্রসারণে সহায়তা করার জন্য আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত আল-বুলুশি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ-ওমানের সম্পর্ক আরও বাড়বে। ওমানে এখন প্রায় সাত লাখ বাংলাদেশি কাজ করে। উপসাগরীয় রাজ্যের জ্বালানি খাতে দক্ষ শ্রমিকের চাহিদা রয়েছে।
ঢাকায় দায়িত্ব পালন করা ওমানি রাষ্ট্রদূতকে বাংলাদেশের বন্ধু বলে অভিহিত করে অধ্যাপক ইউনূস আশা প্রকাশ করেন, দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে বড় ভূমিকা পালন করবেন।