হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নুরপুর এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়েম মিয়া উপজলার ব্রাহ্মণপুর গ্রামের মো. বেনু মিয়ার ছেলে। তিনি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রাণ-আরএফএল কোম্পানিতে কাজ করতেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মোটরসাইকেলে শায়েস্তাগঞ্জ সদর থেকে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু। ব্রাহ্মণপুর গ্রামে পৌঁছালে তাদের চাপা দেয় একটি ট্রাক। এ সময় ছিটকে পড়লে আরেকটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সোয়েম মারা যান। আহত যুবককে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয় স্থানীয়রা।