সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন

বিএনপির সম্মেলনে ‘শেখ’ বলে স্লোগান ফেসবুকে ভাইরাল কুমিল্লার ভিডিও

রিপোটারের নাম / ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৩

তারেক রহমান জিন্দাবাদ, ‘শেখ মুজিবুর রহমান’ বলতে গিয়ে ‘শেখ’ বলে স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক বিএনপি নেতা। তার নাম এএফএম তারেক মুন্সি। তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব।

গত শনিবার মেঘনা উপজেলা মানিকারচর কলেজ মাঠে বিএনপির কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি নানা স্লোগান দেন। এ সময় তিনি তারেক রহমান জিন্দাবাদ বলার পর ‘শেখ’ উচ্চারণ করেই জিহ্বায় কামড় দেন। তাৎক্ষণিক তিনি আশপাশে তাকিয়ে পাশেই বসা সেলিম নামে এক নেতাকে বলেন- সেলিম ভাই বলেন, বলেন।

এই বলে তিনি বক্তব্য শেষ করে দেন। এর আগেও স্বেচ্ছাসেবক লীগ নেতার সঙ্গে ছবি উঠিয়ে বিতর্কিত হয়েছিলেন কুমিল্লার এই বিএনপি নেতা।

কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক মুন্সি বলেন, ‘আমি বলেছি তারেক রহমান জিন্দাবাদ, পরে শেখ না শেষ বলেছি। এটাকে অনেকে এডিটিং করে প্রকাশ করছে। পেছনে অনেক শব্দ হওয়ায় কে কী বলেছে বুঝা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বলেন, ‘আমার শরীর ভালো ছিল না । আমি খেয়াল করিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ