বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজানো হবে।
মঙ্গলবার বিকেলে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হাবীব উন নবী খান সোহেল বলেন, আমরা রাজনীতির পাশাপাশি এখন খেলাধুলায়ও সক্রিয় রয়েছি। সারাদেশে এখন প্রচুর টুর্নামেন্ট হচ্ছে। আর এর নেপথ্যে প্রেরণা যোগাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান।
তিনি বলেন, আমাদের তরুণরা মোবাইল সংস্কৃতিসহ বিপথের দিকে চলে যাচ্ছে। ফলে আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের তরুণ সমাজকে মাদক ও হতাশা থেকে দূরে রাখার জন্যই এই খেলাধুলার আয়োজন করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মাহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জিকে গউস, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. শামীমুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল করিম ময়ুন, ফয়সল চৌধুরী, ও মিজানুর রহমান।
উদ্বোধনী ম্যাচে সিলেট লাল দলকে ১-০ গোলে হারিয়ে সবুজ দল বিজয়ী হয়।