সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

বিএনপি নেতা নোমানের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রিপোটারের নাম / ৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ০৮
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন মহল।

আইন উপদেষ্টার শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্য উপদেষ্টার শোক

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহ রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নাহিদ ইসলাম বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন ত্যাগী রাজনীতিবিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ব্যক্তিত্বসম্পন্ন একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের শোক

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর শোক

আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিবৃতিতে তিনি বলেন, আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে দলকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম। তিনি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন দল অন্তঃ প্রাণ নেতা। তার মৃত্যুতে দেশ ও জাতীয়তাবাদী দল এক ত্যাগী, সাহসী, সংগ্রামী সজ্জন ও বর্ণাঢ্য রাজনীতিবিদকে হারালো। দেশের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তার অবদান দেশ, জাতি‌ ও দল চিরদিন মনে রাখবে। তার মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো। তার কর্মের মধ্যে দিয়ে তিনি নেতাকর্মীদের কাছে অমর হয়ে থাকবেন। আমীর খসরু মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

কর্নেল (অব.) অলি আহমদ অলির শোক

বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। এক বিবৃতিতে তিনি আবদুল্লাহ আল নোমানের রুহের শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি প্রার্থনা করেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা যে শোক পেয়েছেন আল্লাহ যেন তা সহ্য করার তওফিক দান করেন। কর্নেল অলি বলেন, আবদুল্লাহ আল নোমান আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ ছিলেন। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

এবি পার্টির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি।

আজ দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক শোকবার্তায় বলেন, আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হলেও পরে তিনি বিএনপিতে যোগ দেন। তার রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন। দেশের জন্য জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছেন সব সময়। নেতৃবৃন্দ আব্দুল্লাহ আল নোমানের বিদেহী রুহের মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

চট্টগ্রামে সব মহলে গভীর শোক

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি, বিএনপি চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর, যুবদল, ছাত্রদল, বিএনপি অঙ্গ সংগঠন, বাকলিয়া শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজ শিক্ষা পরিবার গভীর শোক ও বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছে। বিশেষ করে রাউজান ও রাঙ্গুনিয়ার জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন ও বাংলাদেশ শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর চট্টলার সিংহ পুরুষ, বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম ভেটেনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, বাকলিয়া শহীদ এন.এম.এম.জে ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন আবদুল্লাহ আল নোমান।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান আবদুল্লাহ আল নোমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ