সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

বিটিভির আনন্দমেলা মাতাবেন রুনা লায়লা

রিপোটারের নাম / ৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১৩: ৪৫

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় গান গাইবেন উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা। গতকাল বিকালে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটি নিয়ে আমার দেশকে রুনা লায়লা বলেন, ‘মাত্র স্টুডিওতে এলাম। সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। সন্ধ্যার আগেই ভিডিওধারণ সম্পন্ন হবে। বিটিভির দর্শকদের জন্য গান করতে পেরে ভালো লাগছে।’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাতে।

গানের পাশাপাশি ঈদের প্রস্তুতি নিয়ে রুনা লায়লা বলেন, ‘এখন বয়স হয়েছে। ঈদ নিয়ে আলাদা কোনো প্রস্তুতি থাকে না। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পারলেই আনন্দ লাগে। এবারও তাই করব। পরিবারের সবার সঙ্গে ঈদ করব।’

গত বছরও আনন্দমেলায় গান গেয়েছিলেন রুনা লায়লা। সেবার তার সঙ্গে আরো গান গেয়েছিলেন এই প্রজন্মের চার শিল্পী দিলশাদ নাহার কণা, ইমরান মাহমুদুল, জানিতা আহমেদ ঝিলিক ও সাব্বির জামান। তবে এবারের আনন্দমেলায় তিনি একাই গাইবেন। ‘শিল্পী আমি তোমাদের গান শোনাব’ শিরোনামের জনপ্রিয় গানটি গাইবেন তিনি। এবারের ‘আনন্দমেলা’য় থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ আরো নানা আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন।

এর আগে ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেন নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। সাত বছর পর আবারও ‘আনন্দমেলা’র উপস্থাপনায় ফিরছেন নাবিলা। আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেন। তার উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে। চেষ্টা করেছি দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে।’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ