সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

বেনজীরের বক্তব্যে কর্মরত সকল সদস্য ক্ষুব্ধ: পুলিশ এসোসিয়েশন

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় | 8TH FEBRUARY, 2025 8:15 PM

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভার্চুয়ালি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। তার এ বক্তব্যে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিতে এসেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এমন বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে। পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে।

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পলাতক ও দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলে এই গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।

এতে আরও বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

পুলিশ ও প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তারা একে অপরের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত রয়েছে— পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গতকাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ