রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

বের হতে না দেয়ায় মাকে কুপিয়ে মারল ছেলে

রিপোটারের নাম / ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের বঁটির কোপে নাসিমা বেগম নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত সিয়াম মোল্লাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসিমা একই গ্রামের মিজান মোল্লার স্ত্রী। সিয়াম একজন মানসিক প্রতিবন্ধী।

ইউপি সদস্য মোসা মিয়া বলেন, ভোরে নাসিমাকে কে যেন কুপিয়ে হত্যা করে চলে গেছেন। পরে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে নিহতের ছেলেকে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন বলেন, সিয়ামকে বাড়ি থেকে বের হতে দেননি মা। সেই ক্ষোভে বঁটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটিই জানিয়েছেন আটক সিয়াম। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা চলছে।

নিহতের মেয়ে নাদিরা বেগম বলেন, আমার ভাই একজন প্রতিবন্ধী। কয়েকদিন পরপর বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যান। এ জন্য তাকে সারাক্ষণ নজরে রাখতেন মা। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। ভয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ