সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ রায়হানকে আর্থিক সহায়তা

রিপোটারের নাম / ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ০২
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৮

মাদারীপুর জেলার শিবচরের মো.রায়হান আহমদের শরীরে ১৭টি গুলি নিয়ে বেঁচে আছেন। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এমন একটি সংবাদ’ দৈনিক আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত হওয়ার পর বিষয়টির নজরে আসে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর। তিনি মো. রায়হান আহমদের চিকিৎসার খোঁজখবর নিতে দৈনিক আমার দেশ শিবচর উপজেলা প্রতিনিধিকে সাথে নিয়ে তার বাড়িতে যান। এসময় রায়হানের বাসায় পৌঁছে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন, সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণ করা রায়হান এর বর্তমান অবস্থা, তার পরিবারের আর্থিক অবস্থার খোঁজ নেন এবং রায়হান এর শারীরিক অবস্থা সম্বন্ধে জানতে চান।এ সময় তিনি রায়হানকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং উন্নত চিকিৎসার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে ১৭টি গুলিবিদ্ধ হয়েছিলেন শিবচরে মাদ্রাসায় পড়ুয়া মেধাবী ছাত্র রায়হান।

আহত রায়হানের ভাই রনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণ করার সময় আমার ভাইয়ের গায়ে ১৭টি গুলি লাগে, এরপর থেকে আমার ভাই মানসিক সমস্যায় ভুগছেন। আমরা পরিবারের পক্ষ থেকে অনেক খুশি যে আমাদের বাড়িতে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু ভাই এসেছেন, তিনি আমাদের পরিবারের আর্থিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং রায়হান কে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন’।

জানতে চাইলে সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বলেন ‘বিএনপি বরাবরই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সাথে ছিল আছে থাকবে, ছাত্রদের পাশে থাকা আমাদের দায়িত্ব, ছেলেটার মাথায় এখনো ৪টা গুলি আছে এগুলো বের করা দরকার। আমি রায়হানকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে চেষ্টা করছি। জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণ করে আর কেউ যদি আহত থাকে, আমার সাথে যোগাযোগ করলে আমি তার চিকিৎসার ব্যবস্থা করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ