ভোলার বোরহানউদ্দিনে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের নাম মো. আফরান শুভ এবং বাকিরা হলেন, আনসার সদস্য হারুন অর রশিদ ও গাড়িচালক বাবুল হাওলাদার।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এর আগে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন ও লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, আটককৃতদের থেকে ভুয়া পরিচয়পত্র, ভুয়া জরিমানা আদায়ের রেজিস্টার, ভুয়া বাজার মনিটরিং অনুমতিপত্রসহ অপরাধ কার্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মামলা করা হয়েছে।