হবিগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।
এর আগে, বুধবার রাতে ভাঙ্গা থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিকুলকে ঢাকার ডিবি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আওয়াল। এ মামলায় ওসি শফিকুল ছাড়াও সাবেক এসপি এসএম মুরাদ আলী, হবিগঞ্জের সাবেক অতিরিক্ত এসপি খলিলুর রহমান, পরিদর্শক বদিউজ্জামান, হবিগঞ্জ সদর থানার সাবেক ওসি অজয় চন্দ্র দেবসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৮ জনই পুলিশ কর্মকর্তা।
এ প্রসঙ্গে হবিগঞ্জ মডেল থানার ওসি বলেন, গ্রেপ্তারের বিষয়টি জানা নেই। তবে মামলার আগেই শফিকুল বদলি হয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের মেট্রোপলিটন থানা থেকে বদলি হয়ে ভাঙ্গা থানার ওসি হিসেবে যোগ দেন শফিকুল ইসলাম।