প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ৪৭
ভারতের ছত্তিগড়ের বিজাপুর জেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। এ সময় প্রাণ হারান দুই সেনা সদস্যও। আহত হয়েছেন আরো দুই সেনা সদস্য।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলার ইরাবতী জাতীয় উদ্যান এলাকার গভীর বনাঞ্চলে নিরাপত্তাকর্মীরা অভিযানে যান। এ সময় তাদের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে অন্তত ৩১ জন মাওবাদী এবং দুই সেনা কমান্ডার নিহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
সিনিয়র পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি. বলেছেন, মাওবাদী বিদ্রোহীদের দমনে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পুলিশ ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অস্ত্র এবং গ্রেনেড লঞ্চার উদ্ধার করেছে।
বিজাপুর হচ্ছে সেই একই জেলা, যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আট নিরাপত্তাকর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। এর পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদীবিরোধী অভিযানে আট মাওবাদী নিহত হয়েছিলেন।
তবে বিদ্রোহীদের দাবি, তারা প্রান্তিক আদিবাসীদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছেন। দশক ধরে চলা এই বিদ্রোহে ১০ হাজারেও বেশি মানুষ নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সুন্দররাজ। গত বছর নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২৮৭ জন বিদ্রোহী নিহত হন। সরকারি তথ্য অনুসারে, ছত্তিশগড়ে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। গত মাসে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন ভারতীয় সেনা নিহত হন।