সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

ভালোবাসা দিবসে আগুনের নতুন গান

রিপোটারের নাম / ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ২১

বাংলাদেশের প্লেব্যাকে জনপ্রিয় নাম খান আসিফুর রহমান আগুন, যিনি আগুন হিসেবে পরিচিত। এ পর্যন্ত চলচ্চিত্রে গান গেয়েছেন প্রায় তিন হাজারের মতো। ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তার চলচ্চিত্রের গানে অভিষেক হয়।

চলচ্চিত্রে গান গাওয়ার পাশাপাশি তিনি ১৫টি অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন। পরবর্তী সময়ে তিনি চলচ্চিত্র ও নাটকে অভিনয় করেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি ‘জীবনের অদ্ভুত প্রেম’ চলচ্চিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন।

সিনেমার গানের বাইরে আধুনিক গানেও আগুন জনপ্রিয়। মাঝের কিছু সময় নতুন মৌলিক গান প্রকাশে বেশ বিরতিতেই ছিলেন আগুন। বিরতি ভেঙে নতুন দুটি মৌলিক গান নিয়ে হাজির হলেন তিনি। আগামী ভালোবাসা দিবসে তার কণ্ঠে একক একটি নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘এক গ্লাস নীরবতা’। গানটির কথা ও সুর আলী আকতার রুনুর।

আগুন জানান, গানটি ভালোবাসা দিবসেই প্রকাশ পেতে পারে। নতুন গান প্রসঙ্গে আগুন বলেন, ‘আলী আকবর রুপু ভাইয়ের ছোট ভাই আলী আকতার রুনুর লেখা ও সুর করা ‘এক গ্লাস নীরবতা’ গানটিও বেশ ভালো হয়েছে। এটি একটি সফট রক গান। বেশ মজা করেই গেয়েছি গানটি। এরই মধ্যে গানটি সঙ্গীতায় জমা দেওয়া হয়েছে। এই গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’

সম্প্রতি প্রকাশ পেয়েছে আগুনের আরেকটি নতুন গান ‘আমি তোমারে হারালে মরিব’। গানটিতে আগুনের সঙ্গে গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ।

এ প্রসঙ্গে আগুন বলেন, ‘সালমা তো খু-উ-ব চমৎকার গায়। আমার সঙ্গে দ্বৈত গানটিতে বেশ ভালো গেয়েছে। এই গানটি আসলে বেশ মেলোডিয়াস একটি গান। এ আর রাজ যেমন ভালো লিখেছে, তেমনি চমৎকার সুর করেছে। আমার গাইতে বেশ ভালো লেগেছে। গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। শ্রোতাদের ভালো লাগছে, এটা একটু একটু করে বুঝতে পারছি আমি।’

প্লেব্যাক করা প্রসঙ্গে আগুন বলেন, ‘প্লেব্যাক তো আমি করেই যাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে এখন ছবিও ভালো নয়, গানগুলোও তেমন নয়, এজন্য কোনো কাজ হচ্ছে না আমার।’

এদিকে আজ আগুনের জন্মদিন। ১৯৭১ সালের ৯ ফেব্রুয়ারি তিনি জন্ম নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে তার জন্ম হয়। তাই নিজের জন্ম নিয়ে সব সময় গর্ব করেন আগুন। জন্মদিন পালন উপলক্ষে তিনি বলেন, ‘জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। আমি খুব সাদামাটা জীবনযাপন করি। দুই ছেলে, স্ত্রী তান্না, বোন রুমানা ইসলামসহ পরিবারের লোকজনের উপস্থিতিতে বাসাতেই জন্মদিন উদ্‌যাপিত হবে।’

সিনেমার গানে আগুন প্রথমেই বাজিমাত করেছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার ‘বাবা বলে ছেলে নাম করবে’, ‘একা আছি তো কী হয়েছে’, ‘এখন তো সময় ভালোবাসার’, ‘ও আমার বন্ধুগো চিরসাথি পথ চলার’ গানগুলোয় কণ্ঠ দিয়ে। গানগুলো তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সিনেমায় আগুনের আরো জনপ্রিয় গানগুলো হচ্ছে— ‘ওগো মোর প্রিয়া জেনে রাখো তুমি’, ‘প্রেম-প্রীতি আর ভালোবাসা’, ‘তোমাকে যেন আমি জীবন দিয়ে ভালোবাসতে পারি’, ‘পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে’ প্রভৃতি। উল্লেখ্য, ‘এখনো অনেক রাত’ চলচ্চিত্রে গানে কণ্ঠ দেওয়ার জন্য তিনি বাচসাস পুরস্কার লাভ করেন।

আগুনের একক অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— ‘কী যে বান্না পেয়েছিল’, ‘কত দুঃখে আছি’, ‘এই শহরে’, ‘আগের মতো নেই’, ‘সানাই’ প্রভৃতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ